Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

আমাদের ইউনিয়নের চারিদিক দিয়ে নদী ও খাল রয়েছে । রাচমন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। সাধুখালী, মান্দারীপাড়া গ্রামে একটি বিল রয়েছে নাম দাড়িয়ার বিল। এছাড়া, মাইলমারী, বালাপাড়া , আলমডাঙ্গা, শ্রীপুর, আনিপুর, রানীনগর, মির্জাপুর গ্রামে পাশ দিয়ে কুমার নদী প্রবাহিত রয়েছে। এক সময় এ নদী দিয়ে পাল তোলা নেৌকা চলা চল করত। কুমোরেরা দুর দুরান্ত থেকে মাটির কলস, বদনা, মালসা, মাটির ব্যাঙক, নানা ধরনের বাহারি রঙ্গের মাটির পাত্র এনে গ্রামে গ্রামে টাকা/ধানের বিনিময়ে বিক্রয় করত। জেলেরা নদীতে জাল / ভেসাল দিয়ে মাছ ধরে তাদের জীবন জীবিকার কাজ চালাত। কৃষকেরা সোনালী পাট নদীর বুকের মাঝে জাগ দিয়ে সোনার মত দামী পাটের আশ ঘরে তুলত। নদীর দুই পাশে সাদা বক তার লম্বা ঠোট দিয়ে টেংরা ,পুটি মাছ ধরে আহার করত। বর্ষাকালে নদীর দু কুল পানিতে ভরে যেতো । ঐ দৃশ্য সত্যিই চমৎকার ছিল। আজ নদীর উপর পাকা ব্রিজ নির্মান করে নদীর ঐতিহ্য হারিয়ে ফেলেছে।