Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান কার্যাবলী

                    ইউনিয়ন ভুমি অফিসের প্রধান কার্যাবলী :

     

   ১. বকেয়া ও হাল ভুমি উন্নয়ন করের দাবী নির্ধারণ ও আদায়।

   ২. ভুমি উন্নয়ন কর আদায়ের হিসাব সংরক্ষন এবং আদ্য়কুত ভুমি উন্নয়ন কর যথা সময়ে সরকারী কোষাগারে জমা প্রধান ।

   ৩. ভুমি উন্নয়ন করের মোট দাবী ও মোট আদায়ের বিবরনী সংরক্ষন।

   ৪. বার্ষিক , ত্রিমাসিক ,মাসিক ও পাক্ষিক রিটার্নসমুহ প্রস্তুত ও দাখিলকরন।

   ৫. বকেয়া ভুমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সার্টিফিকেট প্রস্তুত ও দাখিলকরন।

   ৬. খাস জমির হিসাব সংরক্ষন ও সরকারী দখল নিশ্চিতকরন।

   ৭. বন্দোবস্ত যোগ্য খাস জমির বিবরণ উপজেলা ভুমি অফিসে  প্রেরণ।

   ৮. জমা-খারিজ ,ওকত্রীকরণ ও নামপত্তন মোকাদ্দমার তদন্ত সম্পর্ন্নকরন ও যথা সময়ে তদন্ত প্রতিবেদন দাখিলকরন।

   ৯. বিবিধ দাবী ও আদায়ের হিসাব সংরক্ষন।

 ১০. হাট-বাজার ,জলমহল ও অন্যান্য সায়রাত মহলে সরকারী স্বার্থের প্রতি লক্ষ্যে রাখা ,প্রয়োজনে এসব মহল থেকে টোল আদায়করনএবং কোন ফাকি দেখা গেলে রিপোর্ট প্রদান।

 ১১. প্রনগঠিত চরদখলসহ সিকস্থি ও পয়ন্তি জমির পূর্ণ বিবরন সংরক্ষন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনে রিপোর্ট প্রদান ।

 ১২. জমির ব্যবহার ভিত্তিক শ্রেনী পরিবর্তন হলে সে বিষয়ে সহকারী কমিশনার(ভুমি) এর নিকট রিপোর্ট প্রদান ওভুমি উন্নয়ন কর পুন:নির্ধারণে সহায়তাকরণ।

 ১৩. পি,ও ৯৮/৭২ ও ১০/৮৪ মোতাবেক সিলির বহির্ভুত জমি চিহ্নিতকরন এবং তা উদ্ধারে সহায়তা প্রদান ।

 ১৪. আওতাধীন সমস্ত সরকারী সম্পত্তি সুষ্ঠ সংরক্ষন ও অফিস এলাকা পরিছন্ন রাখা।